মোহাম্মদ সিরাজুল হক সিরাজ
মহেশখালী পৌরসভার ঘোনা পাড়া ও বলরাম সীমানাস্থ এলাকায় দোকানের বকেয়া পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে এক ব্যবসায়ী। এ ব্যাপারে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল সাড়ে ৬ টার দিকে ঘোনা পাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র নুরুল আলম সওদাগরের উপর একই এলাকার বখাটে ছেলে জুনু রাম দে গংয়ের নেতৃত্বে ৯/১০ জনের একদল সন্ত্রাসীর কাছ থেকে পাওনা টাকা চাইলে সন্ত্রাসীরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০ হাজার ৮ শত টাকা ও ৭ হাজার টাকা দামের ২টি নকিয়া মোবাইল সেট সহ দোকানের অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় আহত নুরুল আলম বর্তমানে মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল আলম বাদী হয়ে জুনু রাম দে’কে প্রধান আসামী করে ৯ জনের বিরোদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা যায়। তার পরেও আহত পরিবার যে কোন মুহুর্তে হামলার শিকারের আশংকা করছে বিধায় প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, তদন্ত পুর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন