ঈদগাঁওতে পুলিশ হত্যাসহ অর্ধডজনাধিক মামলার আসামি গ্রেফতার

ঈদ্গাঁহ প্রতিনিধি
কক্সবাজার সদরের ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ৯ জুন রাতে অভিযান চালিয়ে পুলিশ হত্যাসহ অর্ধ ডজনাধিক মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করে। ধৃত আসামী উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের দলিলুর রহমানের পুত্র শাহ আলম (৩৫)। তদন্ত
কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের ভূঁইয়া জানান দীর্ঘদিন ধরে পুলিশ উক্ত দাগী অপরাধীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের দিন রাতে উক্ত আসামী বাড়িতে অবস্থানের সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রামুতে পুলিশ হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। তার আটকের সংবাদে এলাকার লোকজনকে স্বস্তি প্রকাশ করতে শুনা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন