ইসলামাবাদে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ

অস্ত্র সহ গুলিবিদ্ধ রোহিঙ্গা ডাকাত আটক

ডেস্ক রিপোর্ট
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র সহ মোহাম্মদ তারেক (৩৫) নামের এক রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ইসলামাবাদের ডুলাফকিরের মাজার সংলগ্ন এলাকায় পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে এ ডাকাত আহত হয়। আটক মোহাম্মদ তারেক মিয়ানমারের মংড়–র আবুল হোসেনের পুত্র এবং রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বসবাস করে থাকে। এসময় উদ্ধার করা হয়েছে, একটি দেশীয় তৈরী এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ ও অন্যান্য ডাকাতির সরঞ্জাম।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতির কালে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনজুর কাদের এর নেতৃতে¦ পুলিশ ঘটনাস্থল যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ডাকাত তারেককে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়ের করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন