বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদকে এক প্রজ্ঞাপনের আদেশে অপসারণ করা হয়েছে বলে জানা গেছে ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখার উপ-সচিব মো ঃ সবুর হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে ৪৬.০৪৬.০২৭.০০.০০.৪০২.২০১২-৬৫৬/১(২০) স্মারকমূলে ১১জুন ২০১৩ ইং এর প্রজ্ঞাপনের আদেশ এ জানা যায়,-যেহেতু তোফাইল আহমদ চেয়ারম্যান ,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ,বান্দরবান গত ১৬,১২,২০১২ তারিখ হতে অদ্যাবধি অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন । যেহেতু তোফাইল আহমদ,চেয়ারম্যান ,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ,বান্দরবান গত ২৮.১১.২০১২,২৭.১২.২০১২ ্এবং ৩১.০১,২০১৩ তারিখ অনুষ্ঠিত পর পর তিনটি উপজেলা পরিষদের মাসিক সভাসহ অদ্যাবধি পরিষদে যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে অনুপস্থিত রয়েছেন। যেহেতু উল্লিখিত অভিযোগে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ(সংশোধন) আইন,২০১১ দ্বারা সংশোধিত] -এর ১৩(১) (ক) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেহেতু সরকার তাকে তার স্বীয় পদ হতে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এমতাবস্থায়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত ] -এর ১৩ (২) ধারা অনুসারে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে অপসারণ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই আদেশের সদয় অবগতি ও প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে,-সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয় । ২, কমিশনার, চট্রগ্রাম বিভাগ, চট্রগ্রাম। ৩, জেলা প্রশাসক, বান্দরবান। ৪, উপ-পরিচালক, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করে গেজেটের ২০ (বিশ) কপি স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। ৫, উপজেলা নির্বাহী অফিসার, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। ৬, ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১), নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ, বান্দরবান। ৭, ভাইস চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ, বান্দরবান। ৮, তোফাইল আহমদ, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ, বান্দরবান। এই প্রজ্ঞাপনের পর গত ১৩ জুন সকাল ১১ ঘটিকায় অপসারিত তোফাইল আহমদের স্ত্রী জেসমিন আক্তার নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে এক দরখাস্তের মাধ্যমে উপজেলা পরিষদের বরাদ্দকৃত বাস ভবনটি চাবিসহ বুঝিয়ে দিয়ে বাসভবন ত্যাগ করেন। এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেন,- অপসারণের এই পত্রটি পেয়েছি। বাস ভবনের চাবিটি প্রাক্তন উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদের স্ত্রী জেসমিন আক্তার বুঝিয়ে দিয়েছেন। এই পত্র পাওয়ার পর আমি বিদ্যুৎ বিলের জন্য বিদ্যৎ বিভাগ কে জানিয়েছি। এবং তাদেরকে তাদের পাওনা আদায় করে নেওয়ার জন্য অবহিত করেছি। উল্লেখ্য যে,গত ২৯ সে্েপ্টম্বর রামুর ক্যাং,বৌদ্ধ বসতিতে হামলার অভিযোগে অভিযুক্ত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফাইল আহমদ পলাতক হয়ে যান। তার পরি প্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন