এম. রায়হান চৌধুরী
চকরিয়ায় ইয়াবা পাচারের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার ২৬জুন রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে হারবাং ফাঁড়ি পুলিশের একটি দল ইউনিয়নের হারবাং আশ্রয়ন প্রকল্পের সামনে হতে উখিয়া উপজেলার ছিদ্দিক আহমদের পুত্র জাকারিয়া (২৬) ও রামুর আবদুল হাকিমের পুত্র জামাল উদ্দিন (২৯) কে ইয়াবা পাচারকারী সন্দেহে আটক করেন। তবে তাদের কাছ থেকে নেশাজাত দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়নি। সূত্র জানায়, ধৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।