আবুল কালাম আজাদ
টেকনাফে মায়ের সাথে অভিমান করে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকাল ৪ টার সময়, টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব গোদাবিল
হাজী কামাল হোসেনের বাড়িতে। নিহত কিশোরীর নাম মনিরা বেগম (১৪), পিতাঃ হাজী কামাল হোসেন। পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন নিহত কিশোরীর মা পাশ^বর্তী একটি নতুন বউ দেখার জন্য যেতে চাইলে নিহত কিশোরী বায়না ধরে, কিন্তু বাড়িতে তার এক ছোট ভাই পঙ্গু থাকার কারনে দেখা শোনার জন্য মা বারংবার তাকে বারন করে। কিন্তু জেদি কিশোরী কিছুতেই মানা না মানলেই মা তাকে বিষম বকা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এক ঘন্টা পর বাড়িতে এসে দেখে মনিরা বেগম গলায় গামছা পেছিয়ে বাড়ির একটি খুটিতে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রয়েছে। এতে মা চিৎকার দিলে স্থানীয় লোকজন ও ইউপি মেম্বার আবু ছৈয়দ এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে পুলিশ সূত্রে জানায়।