বঙ্গোপসাগরে ভাসছে অসংখ্য লাশ : উদ্ধার- ২

টেকনাফে আবারো  মালয়েশিয়াগামী  ট্রলার ডুবি

আবুল কালাম আজাদ
টেকনাফ বঙ্গোপসাগরে  মালয়েশিয়াগামী ৩০ যাত্রী বোঝায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। রবিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় নারী, শিশু ও নৌকার কর্মচারীসহ ৮জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক রতেœশ্বর কুমার মন্ডল সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে দালালসহ তিন মালয়েশিয়াগামীকে আটক করে। আটককৃতরা হচ্ছে, কাটাবানিয়া এলাকার দালাল আব্দুল্লাহ(৩০), রাজশাহী ইসলাম ঘাটি এলাকার হামিদুল ইসলাম(৩৫) ও হামিদ মোল্লা(৪০) কে আটক করে। আটকৃতদেও সংশ্লিষ্ট আইনে মামলা রুজু কওে আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারহাদ।
স্থানীয় সুত্রে জানা যায়, ১৬ জুন রবিবার ভোরে সাবরাং কাটাবনিয়া ঘাট দিয়ে নুর আহাম্মদ মার্কিনের মালিকানাধীন মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা যোগে দালালরা সাগরে অবস্থানরত বড় ট্রলারে পুরুষ, মহিলা ৩০ মালয়েশিয়াগামীকে পৌছেঁ দিতে গিয়ে বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়। এসময় সাঁতার কেটে ২২ জন কোন মতে কুলে ফিরে আসলে বাকি ৮ জন এখনো নিখোঁজ রয়েছে। 
এদিকে একটি সুত্রমতে সাবরাং কাটাবনিয়া ও কচুবানিয়া এলাকার শওকত আহম্মদ, রশিদ আহম্মদ দইল্যা, আজম উল্লাহ, বাগু, মোঃ আমিন, ইমান হোসেনসহ আরো অনেকে টেকনাফকে মানব পাচারের পয়েন্ট হিসেবে ব্যবহার করে বঙ্গোপসাগর দিয়ে  মানব পাচার অব্যাহত রেখেছে। 
এ সময় সাবরাং উপকূলে শত শত মালয়েশিয়াগামী লোকজন লোকালয়ের বিভিন্ন বাড়ীতে আশ্রয় নেয়   বলে জানাযায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন