নিজস্ব প্রতিবেদক
ডিবি’র এসআই মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স গত ১৬/০৬/২০১৩ ইং তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানাধীন দরিয়ানগর পার্কের সামনে হইতে আসামী
০১। মোঃ জাকারিয়া (২১)পিতা-মৃত হাজী নুর আহাম্মদ,সাং-মৌলভীবাজার,হ্নীলা,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজারকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২। মোঃ জাকির হোসেন(২২)(সিএনজি অটোরিক্সা চালক),পিতা-ইসমাইল,সাং-মৌলভীবাজার,হ্নীলা, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজাকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা করেন।
অপরদিকে ডিবি’র এসআই/ মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১৬/০৬/২০১৩ তারিখ ০৯.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানাধীন লিংকরোড এলাকা হইতে ০১। তাসলিমা(২২)স্বামী-নুরে আলম,সাং-নতুন পল্লানপাড়া,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজারকে ১০২ পিস ০২। আরেফা বেগম(৩০)স্বামী-মৃত শুক্কুর আলী,সাং-ছৈয়দা,থানা-মংন্ডু,জেলা-আকিয়াব,মায়ারমারকে ২৫০ পিস ০৩। তৈয়বা বেগম(৩৮)স্বামী-মৃত নুর বশর,সাং-ছৈয়দা,থানা-মংন্ডু,জেলা-আকিয়াব,মায়ানমারকে ২০০ পিস ০৪। শফি আলম(২২)পিতা-আবুল বশর, সাং-ছৈয়দা,সাং-থানা-মংন্ডু,জেলা-আকিয়াব,মায়ানমারকে ২০০ পিস এবং ০৫। আব্দুস সালাম(৪৫)পিতা-মৃত আব্দুস সোবাহান,সাং-আল্লাই কাগজিপাড়া (মহরম আলীর বাড়ী) ,থানা-পটিয়া,জেলা-চট্টগ্রামকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বর্নিত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক ০২টি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন