নিজস্ব প্রতিবেদক: বিএনপি-আওয়ামী লীগ যার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, আমরা পত্রিকার মাধ্যমে অভিযোগ পেয়েছি, সেটির ওপরেই অনুসন্ধান করা হবে। বুধবার সন্ধ্যায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, “সাতজনের বিরুদ্ধে পত্রিকার মাধ্যমে অভিযোগ পেয়েছি। এদের মধ্যে ছয়জন মন্ত্রী, এমপি ও একজন ব্যবসায়ী রয়েছেন। আমরা হলফনামা যাচাই-বাছাই করবো। এর বাইরেও যদি কারো কিছু থাকে সেটিও পরীক্ষা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
প্রসঙ্গত, যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সংসদ সদস্য আসলামুল হক, এনামুল হক, আব্দুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য এম এ জব্বার।
এর মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের অবৈধ সম্পদের তদন্তে দায়িত্ব পেয়েছেন দুদক উপ-পরিচালক মির্জা জাহিদ। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের সম্পদ অনুসন্ধানে দায়িত্ব দেয়া হয়েছে দুদক উপ-পরিচালক নাসির উদ্দিনকে। দুদক উপ-পরিচালক খাইয়রুল হুদা তদন্ত করবেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের অবৈধ সম্পদ।
এছাড়া আসলামুল হকের সম্পদের তদন্ত করবেন দুদক উপ পরিচালক শেখ ফাইয়াজ আলম, আবদুর রহমান বদির সম্পদ অনুসন্ধান করবেন দুদক উপ-পরিচালক আহসান আলী, এনামুল হকের তদন্ত করবেন উপ পরিচালক সৈয়দ তাহসানুল হক এবং এম এ জব্বারের সম্পদ তদন্তে রয়েছেন দুদকের উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন