মহেশখালীতে মুক্তিযুদ্ধা পরিবারের উপর হামলায় এলাকায় উত্তেজনা

মোহাম্মদ সিরাজুল হক সিরাজ
মহেশখালীতে শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের উপর হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে অপ্রতিকর ঘটনা ঘটে যেতে পারে। জানা যায় গত ৬ জুন দুপুর ২ টার সময় পুর্ব শক্রতার জের ধরে বড় মহেশখালী দেবাঙ্গা পাড়া
এলাকার শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের নুরুল আমিনের ভাতিজা ও মুক্তিযুদ্ধা আমিন শরীফের পুত্র আব্দুল মতিন (১৮)কে একই এলাকার দুধুর্ষ সন্ত্রাসী জামায়াত ক্যাডার বাদশা গংয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহত আব্দুল মতিন বর্তমানে ককসবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ছালেহ আহমদ ও সহকারী কমান্ডার ডাঃ ফিরোজ খান জানান, শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের উপর হামলা কোন মুহুর্তে বরদাশত করা হবে না। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ হাবীবুর রহমান জানান, এখনো পর্যন্ত আমার কাছে লিখিত অভিযোগ আসে নাই আসলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন