তাহেরা আক্তার মিলি
টেকনাফ বঙ্গোপসাগরে রবিবার ভোরে মালয়েশিয়াগামী ৩০ যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী, শিশু ও নৌকার কর্মচারীসহ আটজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এক অভিযান চালিয়ে দালালসহ তিন মালয়েশিয়াগামীকে আটক করেছে টেকনাফ মডেল থানার এসআই রতেœশ্বর কুমার মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে সাবরাং কাটাবনিয়া ঘাট দিয়ে নুর আহাম্মদ মার্কিনের মালিকানাধীন মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকাযোগে দালালরা সাগরে অবস্থানরত বড় ট্রলারে মালয়েশিয়াগামী ৩০ জনকে পৌঁছিয়ে দিতে গেলে বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ২২ জন কুলে ফিরে আসলেও বাকি আটজন এখনো নিখোঁজ রয়েছে। এদিকে একটি সুত্র জানায়, সাবরাং কাটাবনিয়া ও কচুবানিয়া এলাকার শওকত আহম্মদ, রশিদ আহম্মদ ধইল্যা, আজম উল্লাহ, বাগু, মো. আমিন, ইমান হোসেনসহ আরো অনেকে টেকনাফকে মানব পাচারের পয়েন্ট হিসেবে ব্যবহার করে বঙ্গোপসাগর দিয়ে মানব পাচার অব্যাহত রেখেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন