কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমীরকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
কোন ধরনের মামলা ছাড়াই কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হক জিহাদীকে অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান, নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জি.এম রহিমুল্লাহ ও সদর উপজেলা সেক্রেটারী মোস্তাক আহমদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঘর থেকে আজ বের হওয়া যাচেছনা। বের হলেই হয় গ্রেফতার না হয় খুন বা গুম। মাওলানা শফিউল হক জিহাদী গতকাল টেকপাড়া মাঝিরঘাট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হয়ে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। কক্সবাজারের একজন বিশিষ্ঠ আলেম, তার নামে কোন মামলাও নেই। অনুরুপ জুমার নামাজ শেষে খরুলিয়া মসজিদ থেকে বের হওয়ার পর গ্রেফতার করে জামায়াত নেতা মুহাম্মদ আয়াতুল্লাহকে। আজ নাগরিকদের জীবনের কোন নিরাপত্তা নেই। এরকম জঘন্য অমানবিক আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সরকার দিন দিন সহিংস হয়ে যাচেছ। সরকার যদি নির্যাতনের পথ পরিহার না করে তাহলে রাজপথে আন্দোলন গড়ে তোলা ছাড়া জনগনের বিকল্প কিছু থাকেনা। গ্রেফতার ও নির্যাতন করে জামায়াতের আন্দোলনকে কোনদিন ব›দ্ধ করা যাবেনা। সুতরাং সংঘাতের পথ পরিহার করে আলোচনার পথে আসুন এবং অবিলম্বে মাওলানা শফিউল হক জিহাদী সহ কক্সবাজারের সকল রাজবন্দীদের মুক্তি দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন