মহেশখালীতে আইন শৃংখলা সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল হক সিরাজ
মহেশখালীতে আইন শৃংখলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮মে সকাল ১১ ঘটিকার সময় মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুল নাসির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।
উক্ত সভায় বক্তব্য রাখেন মহেশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোস্তাক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা দুলালী, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মাতার বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রুহুল, কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মৌঃ শফিউল আলম, কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর কাসেম, মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ, মহেশখালী উপজেলায় বিভিন্ন বিভাগে কর্মরত দায়িত্বশীল অফিসার বৃন্দ, মহেশখালী বিভিন্ন ইউনিয়নের সরকারি সচিব, এনজিও সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত বক্তব্য রাখেন। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনশৃংখলা কোন ধরনের বিঘœ সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক নজর রাখতে হবে। যেন যান মালের দায় দায়িত্ব সরকার একার নয় এতে জনপ্রতিনিধি এবং দেশপ্রেমিক জনগণ সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন ধরনের প্রতিবন্ধকতা বর্দাস্ত করা হবে না। সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা সবাই মহেশখালীর উন্নয়ন খাত বৃদ্ধি করি এবং আইন শৃংখলা শান্তিতে বজায় রাখি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যেকোন বিনিময়ে আইন শৃংখলা রক্ষা করতে হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন