এই বাজেট একটি সুন্দর বেলুন: মওদুদ

ডেস্ক রিপোর্ট
২০১৩-১৪ অর্থবছরের বাজেটকে সুন্দর বেলুনের সঙ্গে তুলনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই বাজেট মানুষের কোনো উপকারে আসবে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত ‘পরমত সহিষ্ণুতাই একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদের পূর্ব শর্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই বাজেট একটি বড় সুন্দর বেলুন। ফুলিয়ে আকাশে ছাড়লে সুন্দর দেখা যায়। কিন্তু তা মানুষের কোনো উপকারে আসে না। এই বাজেটও তাই।” মওদুদ বলেন, “এই বাজেটে জিনিসপত্রের দাম বাড়বে। যার কষ্ট সাধারণ মানুষকেই বহন করতে হবে। এই বাজেটের কারণে প্রতিটি ক্ষেত্রে ব্যয়, অপচয় এবং দুর্নীতিও বাড়বে, কিন্তু কমে যাবে বিনিয়োগ।”
তিনি বলেন, “প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এতো কর আদায় সম্ভব হবে না। হলেও তার অর্ধেক অপচয় হয়ে যাবে। মানুষের ক্রয়ক্ষমতাও লোপ পাবে।”  
বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোবিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-  এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্তজা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন