মুক্তি পেলেন রুহুল কবীর রিজভী

ডেস্ক রিপোর্ট
কাশিমপুর কারাগারে আটক বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মুক্তি পেয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির পর কারাফটকের সামনে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে রিজভীকে অভ্যর্থনা জানান।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কাশিমপুর পার্ট-১ এর জেলার নেসার আহমেদ বাংলানিউজকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, বৃহ¯পতিবার রাতে কারা কর্তৃপক্ষ সরকারের আপিল সংক্রান্ত একটি উকিল নোটিশের কারণ দেখিয়ে রিজভীকে মুক্তি দেয়নি। স্থানীয় সূত্র জানায়, বৃহ¯পতিবার রাত ৯টার দিকে রিজভীকে মুক্তি দেওয়া হবে না জেনে কারাফটকের সামনে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক মীর সরাফত হোসেন সফু। 
প্রসঙ্গত, ১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের করা মামলায় বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে গ্রেফতার হন রিজভী আহমেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন