সাইফুল ইসলাম চৌধুরী
টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন রোহিঙ্গা ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশের দাবী, ৮জুন শনিবার ভোররাতে টেকনাফ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও জাদিমুরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের ডি ব¬কের ৭১০ নম্বর শেডের ২ নম্বর কক্ষের বাসিন্দা আব্দু শুক্কুরের পুত্র আনু মিয়া প্রকাশ নাগু ডাকাত (৩৫) ও একই শিবিরের ই ব¬¬¬কের ৯০৮ নম্বর শেডের ১ নম্বর কক্ষের বাসিন্দা ছৈয়দুর রহমানের পুত্র রহিম উল¬াহ (৩৮) কে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে, রোহিঙ্গা শিবিরের পার্শ্ববতী পাহাড়ের শালবাগানের একটি টংঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, লম্বা কিরিচ, কোদাল, হাতুরি উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিন রাতে লেদা মোচনি আন-রেজিষ্ট্রার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে অর্ধডজ্জন ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী ১ শেডের ২নম্বর কক্ষের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের পুত্র রশিদ উল¬াহ (৩৫) কে আটক করা হয়।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন