তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা হরতালের ডাক

ডেস্ক রিপোর্ট
পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিবাদে আগামী রোববার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত তিন পার্বত্য জেলায় (রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান) ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছে বাঙালিভিত্তিক পাঁচটি সংগঠন।
শুক্রবার রাঙামাটি শহরের রিজার্ভাবাজারে একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন থেকে এই ঘোষণা দেয় সংগঠনগুলো। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য যুব ফ্রন্ট, পার্বত্য নাগরিক পরিষদ নামের পাঁচটি  সংগঠন এই হরতালের ডাক দিয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  মশিউল আলম, মো. ইউনুছ ও নূরজাহান বেগম। তারা দাবি করেন, কমিশন আইনের এই সংশোধনীর কারণে পার্বত্য এলাকায় বসবাসকারি বাঙালিরা ভূমি থেকে উচ্ছেদ হবে এবং তারা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবে। তারা অবিলম্বে এই সংশোধনী বাতিলের দাবি জানান।
এর আগে একই দাবিতে ৩০ মে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ এবং ২ জুন হরতাল পালন করে এ সংগঠনগুলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন