জাফর আলম
টেকনাফ থানা পুলিশ হ্নীলা বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ ১যুবককে আটক করেছে।
সুত্র জানায়-২জুলাই বিকাল পৌনে ৬টারদিকে টেকনাফ থানা পুলিশের এএসআই সিরাজ গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাসস্টেশনের হোটেল সিকদার প্লাজার সামনে হতে ৩শ পিস ইয়াবা বড়িসহ উততর আলীখালী এলাকার মৃত অলি আহমদের পুত্র নুর মোহাম্মদ (২৩)কে আটক করে। আটক যুবককে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।