ছাত্রলীগ নেতা কর্মীদের ক্যাম্পাস মুখী বিজ্ঞান ভিত্তিক জ্ঞান চর্চা করতে হবে
বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন বলেছেন, নেতা কর্মীদের ক্যাম্পাস মুখী হয়ে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
প্রকৃত ছাত্রদের হাতে দেশরত্ম শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন দেখেছেন। আর এ কাজের অন্যতম ভূমিকার নিয়ামক সংগঠন হচ্ছে ছাত্রলীগ। তাই প্রচুর জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষা, শান্তি, প্রগতির নান্দনিক প্রতিষ্টান ছাত্রলীগের আদর্শ সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তবেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়স হবে। গতকাল সোমবার কক্সবাজার সরকারী কলেজের নব নির্বাচিত নেতৃবৃন্দরা তার সাথে সৌজন্যে স্বাক্ষাত করতে গেলে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দরা সৌজন্যে স্বাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ সহ-সভাপতি মো: রিয়াদ যুগ্ন-সাধারণ সম্পাদক ইসমাইল সাজ্জাদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলিফ-উজ জামান শুভ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহ নিয়াজ, উপ-আপ্যায়ন সম্পাদক মোবারক হোসেন বারেক, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, খোকন উদ্দিন, আনোয়ার হোসেন, আরিফুর রহমান, আহসান উদ্দিন, রাজিবুল ইসলাম মোস্তাক। প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন