টেকনাফ প্রতিনিধি
টেকনাফে বিজিবির জব্দ কৃত ১৪ লক্ষ টাকার কসমেটিক কাষ্টম থেকে বে-নামে এক ব্যক্তি ছাড়িয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। জানাযায়,১২ জুন সজিব নামক এক ব্যবসায়ী বাসে করে কৌশলে টেকনাফের উদেশ্যে বেশ কিছু ফেয়ার এন্ড লাভলী নিয়ে আসছিল ।
গোপন সংবাদের বিত্তিতে টেকনাফ হোয়াইক্যং চেকপোষ্টে বিজিবির সদস্যরা বাসটি তল্লাসি চালিয়ে দেখতে পায় ২শ ফেয়ার এন্ড লাভলী কাটনের বিতরে অতিরিক্ত ফেয়ার এন্ড লাভলী ভর্তি করে ওই ব্যক্তি । তখন বিজিবি চ্যলেন্জ করলে দেখে, যে প্যাকেটে ৭২পিচ ফেয়ার এন্ড লাভলী থাকার কথা ,সে প্যাকেটে ৩শ ও তার চেয়ে বেশি ফেয়ার এন্ড লাভলী ভর্তি করে কাটন করা হয়েছে । তাই অতিরিক্ত ১৮ হাজার পিচ ফেয়ার এন্ড লাভলী জব্দ করে মামলা দেয় বিজিবি । যার মূল্য ১৪ লক্ষ টাকারও বেশি । অভিযান করা কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম জানায়,যেসব কাটনে ৭২পিচ ফেয়ার এন্ড লাভলী থাকার কথা,সে সব কাটনে ৩ শতেরও বেশি ফেয়ার এন্ড লাভলী ভর্তি করে । তাই কাগজের বাইরের অতিরিক্ত ১৮ হাজার ফেয়ার এন্ড লাভলী জব্দ করে কাষ্টমে জমা দেওয়া হয়েছে । এদিকে একটি সূত্রে জানাগেছে,কাষ্টমে জমা কৃত পন্য সজিব তার পিতা বক্কর সওদাগরকে ওই পন্যের মালিক দেখিয়ে কাষ্টম থেকে ৫ লক্ষ টাকায় কন্ট্রাক করে নিয়ে নেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে । অপর দিকে প্রশ্ন উঠেছে এসব পন্য গুলো কাষ্টমে জমা দেওয়া হয়েছে প্রায় মাস হয়েগেছে । কিন্তু কি কারনে এতদিন ধরে নিলামে দিচ্ছেনা তা ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন