হ্নীলায় বেড়িবাঁধ মেরামত না হওয়ায় হুমকির মুখে মানুষের বসবাস

জাফর আলমঃ সীমান্ত জনপদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মসংস্থান প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সংস্কারের কাজ না হওয়ায় নাফনদীর প্রবল জোয়ারের ভাঙ্গনে বিভিন্ন স্থানের প্রতিরক্ষা বেড়িবাঁধ
বিলীন হয়ে যাওয়ায় আসন্ন বর্ষায় কেবল চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা নই হুমকির মুখে রয়েছে অসংখ্য পরিবার।
সরেজমিনে দেখাযায়-হ্নীলা ইউনিয়নের মোচনী, লেদা, আলীখালী, চৌধুরী পাড়া, নাটমোরা পাড়া, জালিয়া পাড়া, বৃহত্তর ফুলের ডেইল, গোদাম পাড়া এলাকায় সদ্য সমাপ্ত কর্মসংস্থান প্রকল্পে নাফনদী সংলগ্ন বেড়িবাঁধ মেরামতের কাজ থাকলেও গুরুত্বপূর্ণ এলাকায় মেরামত ও সংস্কারের কাজ না হওয়ায় প্রবল জোয়ার ও জলোচ্ছাসে বিভিন্ন অংশ জোয়ারে বিলীন হয়ে গেছে। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ার হলে এসব ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে আঙ্গিনা ও বসত-বাড়ি পানিতে নিমজ্জিত হয়। হ্নীলার বৃহত্তর জালিয়া পাড়া, পূর্ব ফুলের ডেইল, গুদামপাড়া এলাকায় পানিতে তলিয়ে থাকার পাশাপাশি বেড়িবাঁধের উপর সংকোচ নিয়ে দাড়িয়ে থাকা ৮/১০টি বাড়ি কখন নদীগর্ভে হারিয়ে যায় তা বলতে পারছেনা। সুতরাং বিধ্বস্থ বেড়িবাঁেধর কারনে জলাবদ্ধ ও হুমকিতে থাকা বসত-বাড়ি রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগী জনসাধারন।