সংবাদ দাতাঃ কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ’র নির্দেশে সন্ত্রাসি হামলায় একই ইউনিয়নের মহিলা ইউপি সদস্য শাহিনা (৩৫) আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শাহিনা ওই এলাকার লুলু মিয়ার স্ত্রী এবং ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। পিএমখালীর ছনখোলা মাঝিরপাড়ার মোহাম্মদ ইদ্রিছ জানিয়েছেন, সীমানা সংক্রান্ত বিষয়ে স্থানীয় আবু তাহেরের সাথে তার বিরোধ সৃষ্টি হলে তা চেয়ারম্যান শহিদুল্লাকে বিচার দেয়া হয়। বিচার করে দেয়ার কথা বলে চেয়ারম্যান শহিদুল্লাহ ১ লাখ টাকা চাঁদা দাবী করেন ইদ্রিছের কাছ থেকে। ইদ্রিছ চাঁদা না দেয়ায় প্রতিপক্ষ আবু তাহেরের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ঘুষ নিয়ে তিনি কৌশলে মহিলা মেম্বার শাহিনাকে গতকাল সীমানা জটিলতা নিরসনের জন্য ঘটনাস্থলে পাঠান। সেখানে যাওয়া মাত্রই চেয়অরম্যান শহিদুল্লাহ’র নির্দেশে আবু তাহের এর নেতৃত্বে একদল সন্ত্রাসী শাহিনাকে মারধন শুরু করেন। পরে এলাকাবাসী শাহিনাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতারে ভর্তি করে। এ বিষয়ে যোগাযোগের জন্য চেয়ারম্যান শহিদুল্লাহ’র মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি। কক্সবাজার মডেল থানার এস.আই সুনীল জানান, তিনি ঘটনা চোখে দেখেনি ভূমির বিরুধ নিয়ে পক্ষ আর বিপক্ষ দলের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়েছে বলে জানান। স্থানীয় ইউপি সদস্য শাহিনা আক্তার জানান, আমি ঘটনা টের পেয়ে তাদের বিরুদ্ধে ২৩/০২/২০১৩ইং তারিখে একটি সাধারণ ডাইরি করেছি। এবং ২৭/০৫/২০১৩ইং অভিযোগও দাখিল করেছি। আমার এ ঘটনাটি পিএমখালী চেয়ারম্যান শহিদুল্লাহ’র নিদের্শে হয়েছে। একই এলাকার রমজান মেম্বার জানান, ঐ ঘটনাটি শহিদুল্লা (বি.কম) ঘটিয়েছেন বলে আমি মন্তব্য করছি। এই ঘটনার সাথে দীর্ঘ দিন ধরে জড়িত পার্শ্ববর্তী এলাকার বর্তমান ইউপি সদস্য সুলতান।