ডেস্ক রিপোর্ট: আগের সিদ্ধান্ত বদলে স্কুল-কলেজে রমজান ও ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে। রোববার থেকে স্কুল-কলেজ ছুটি শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ অনুযায়ী, এ ছুটি শুরু হবে রোববার (১৪ জুলাই) থেকে,
আগরে নির্দেশ অনুযায়ী যা শুরু হওয়ার কথা ছিল ২৭ জুলাই। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, স্কুল-কলেজ ছুটি চলবে ১২ আগস্ট পর্যন্ত। ছুটি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা ও অন্যান্য মহানগরের যানজটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ জুলাই থেকে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।