জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত : বিমান বন্দরে ব্যাপক সর্ম্বধনা
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কারামুক্তির পর আগামী ৫ জুলাই কক্সবাজার আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখা ও
অঙ্গ সংগঠন সমূহের যৌথ প্রস্তুতি সভা গতকাল বিকাল ৫টায় স্থানীয় এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না, যুগ্ম সম্পাদক এড. আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা বিএনপির সদস্য সাহাব উদ্দিন চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ মেম্বার, সদর উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, জেলা যুবদলের প্রচার সম্পাদক এড. মোহাম্মদ ইউনুছ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল হক রাসেল, শহর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম শাহীন, জেলা তরুণ প্রজন্মদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুল ইসলাম লিটন প্রমুখ। সভায় সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে কক্সবাজার আগমন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক সম্বর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ জুলাই সকাল ১১ টায় কক্সবাজার বিমান বন্দরে বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে সর্ম্বধনা অনুষ্ঠানকে সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়। প্রত্যেক অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব-স্ব ইউনিটকে ব্যাপক প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয়। উল্লেখ্য যে, তিনি ৫ জুলাই শুক্রবার বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ যোগে দুুপুর ১২ টায় কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছাবেন।