`ব্যাঙ` শিশুর জন্ম !

আন্তর্জাতিক ডেস্ক: এক অদ্ভুত শিশুর জন্মের সাক্ষী রইল নাইজিরিয়ার একিটি প্রদেশ। ব্যাঙের মত মাথার গঠনযুক্ত শিশুটি মারা গেলেও সুস্থ রয়েছেন মা। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টো নাগাদ জেনারেল হাসপাতালে শিশুর জন্ম দেন দুই সন্তানের মা বছর তিরিশের ওই মহিলা।

হাসপাতালের চিকিৎসক ওলে ওলুগবজি জানিয়েছেন, মা যাতে শিশুকে না দেখতে পান তাই সিজারের পর তাঁকে কড়া ঘুমের ওষুধ দেওয়া হয় ও শিশুটিকে দ্রুত সমাহিত করার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মহিলার স্বামীও অস্ত্রপচারের সময় ছিলেন। তাঁর অনুমতিতেই শিশুটিকে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। ১৩ মাস ধরে গর্ভবতী ছিলেন মহিলা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরকম অদ্ভুত শিশু তারা এর আগে দেখেনি। শিশুটির মাথার গঠন ছিল ব্যাঙের মত। কোটরে থেকে বেরিয়ে আসা চোখ, ছিল না মাথার খুলিও। মাথার পিছন দিকে ব্রেনের বদলে দেখা যাচ্ছিল পেশি। আকারেও খুব ছোট ছিল শিশুটি। প্রসবের সময় মায়ের শরীর থেকে অতিরিক্ত পরিমানে ফ্লুইড ক্ষরণ হওয়ায় অস্ত্রপচারের জটিল হয়ে পড়ে। চিকিতসকরা মনে করছেন গর্ভাবস্থায় কোনও বিশেষ ওষুধের ক্রিয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে।