মোট ভোট কেন্দ্র-৩৯২ :
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। শনিবার সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ হয়। তবে কয়েকটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর জানা গেছে। দুই প্রধান মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটেছে বলে জানা গেছে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান লড়ছেন দোয়াত-কলম ও বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নান লড়ছেন টেলিভিশন প্রতীক নিয়ে।
এই নির্বাচনে ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯। কেন্দ্র মোট ৩৯২টি। প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট মিলিয়ে প্রায় আট হাজার কর্মকর্তা নির্বাচনের কাজে যুক্ত আছেন। আর র্যাব-পুলিশ-বিজিবি-আনসারসহ সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ১১ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।