ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট :
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪।

তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে ভূ-পৃষ্ঠের মাত্র ২৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
সুমাত্রার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েকদিন পর এ ভূমিকম্প আঘাত হানলো। আচেহ প্রদেশে ওই ভূমিকম্পের আঘাতে অনেক লোকের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়ে।