চকরিয়ায় দুস্কৃতিকারীদের দেয়া আগুনে শিক্ষক পরিবারের বাড়ি পুড়ে ছাই

২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এম. রায়হান চৌধুরী: চকরিয়ায় কৈয়ারবিলে দুস্কৃতিকারীদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শিক্ষক পরিবারের বসতবাড়ি। এতে বাড়ির মূলবান মালামালসহ ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক মৌলভীপাড়া এলাকায়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মৃত আহমদ হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম লিমনের নামীয় খতিয়াভুক্ত দীর্ঘদিনের ভোগ দখলীয় ধানি জমিতে গত ১৯জুলাই শুক্রবার একই এলাকার জনৈক মাস্টার মামুনুর রশিদ ও মৃত সিরাজুল হকের পুত্র সৈয়দুল মোস্তফা পুতুগং জবর দখলের উদ্দেশ্যে গাছের চারা রোপন করার চেষ্টা করে। ওই সময় জমির মালিক লিমন বাঁধা দিলে সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মামুনুর রশিদ প্রকাশ দালাল মামুন ও সৈয়দুল মোস্তফা পুুতুগংয়ের নেতৃত্বে গভীর রাতে লিমনের মামা মাস্টার আনোয়ার সাদেকীর বাড়িতে আগুন দিয়ে এ ঘটনা সংঘটিত করে বলে লিমন দাবি করেন। ক্ষতিগ্রস্ত মাস্টার আনোয়ার সাদেকী জানান, পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। এতে জায়গা জমির গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, স্বর্ণালংকার, বিপুল আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে অন্তত ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।