ইসলামপুরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ ১, উদ্ধার ৫


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের ইসলামপুর খালে মাছ ধরতে গিয়ে ৬ জেলেসহ নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ৫ জন কূলে ফিরে আসলেও আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে। সে উত্তর নাপিতখালী এলাকার নুর আহমদের পুত্র।
শনিবার ভোর সকালে ভরাখাল নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলের পরিবারে আহাজারি চলছে।
নৌকা ডুবি থেকে কূলে ফিরে আসা জেলে আব্দুল খালেক জানান, তিনিসহ আব্দুর রহমান, শফি আলম, কাসিম, নাজির হোসেন ও মুরাদ নামের এক ব্যক্তি কাঁকেরড়ীয়া (কাউয়ারড়িয়া) নামক জায়গায় মাছ ধরার উদ্দেশ্যে ভোর সকালে রওয়ানা দেয়। তারা ভরা খাল নামক এলাকা নৌকাযোগে পার হওয়ার সময় হঠাৎ তাদের বহনকারী নৌকাটিসহ তারা পানিতে ডুবে যায়। সাতার কেটে ৫ জন প্রাণপণ চেষ্টা করে কোন রকম কূলে উঠে যেতে সক্ষম হন। এ সময় আব্দুর রহমানকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারে অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হন। 
স্বজনরা খবর পেয়ে শনিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত নিখোঁজ হওয়া এলাকাসহ সম্ভাব্য অনেকস্থানে তল্লাসি করেও রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আব্দুর রহমান কোন হদিস মেলেনি। বর্তমানে তার পরিবারে শোকের মাতম চলছে।
স্থানীয় চেয়ারম্যান মাষ্টার আব্দুল কাদের জানান, ‘ঘটনার খবর পেয়েছি। খোঁজ নিয়ে দেখতেছি। এ জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে।’