ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের টেকনাফে ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক অমিতাভের বিরুদ্ধে নিবন্ধন বিহীন মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে এ ঘটনার সময় স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ট্রাফিক পুলিশ টেকনাফে নিবন্ধন বিহীন মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। থানায় নেওয়ার পর টাকা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিতে শুরু করেন তিনি।
এ সময় ঘটনাস্থলে স্থানীয় ৫/৬ জন সাংবাদিক এসে লেনদেনের ছবি তুলতে ট্রাফিক সার্জেন্ট অমিতাভ, কনস্টেবল সৌরভ বড়ুয়া ও মো. ইউনুছ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় সাংবাদিক গিয়াস উদ্দিনের সনি ডিএসসি-এইচ ৫০ ক্যামেরাটি ছিনিয়ে নেয় তারা। এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশ সুপার আজাদ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।