গাজীপুরেও সরকারের প্রতিহিংসার জবাব: হেফাজত



ডেস্ক রিপোর্ট
গাজীপুর সিটি করপোরেশন নিয়ে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর নেতারা বলেছেন, ইসলামি ও জাতীয়তাবাদী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে হেফাজত গাজীপুরেও সরকারের প্রতিহিংসার জবাব দিয়েছে। আগামী দিনে সরকারের জন্য আরো বড় চমক অপেক্ষা করছে। সময়মতো সরকার তা উপলব্ধি করবে।

রোববার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
হেফাজতের নেতারা বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নিরস্ত্র মুসল্লিদের হামলার কথা জনগণ ভোলেনি। মুসল্লিদের রক্তকে রঙ বলে প্রধানমন্ত্রীর বক্তব্য মানুষ ভোলেনি।  রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল নগরীর পর গাজীপুর নগরীর জনগণও ব্যালটের মাধ্যমে তারই আভাস দিল।
গাজীপুর সিটি নির্বাচনে বিজয়ী মেয়রকে অভিনন্দন জানিয়ে হেফাজতের নেতারা বলেন, গাজীপুর সিটি নির্বাচনে জনগণের এ বিজয়ে ইসলামপ্রিয় ওলামা-মাশায়েখ ও তওহিদি জনতাও শামিল। নির্বাচিত মেয়রকে নগরপিতা হিসেবে তওহিদি জনতার ধর্মীয় মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, ৫ মের পর প্রকৃত হেফাজতের জন্ম হয়েছে। তাই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। রোজার পর কঠোর কর্মসূচি দিয়ে ১৩ দফার আন্দোলন বেগবান করা হবে বলে জানানো হয় বিবৃতিতে।

বিবৃতি দিয়েছেন হেফাজতের ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।