গত ৫ জুলাই চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যোগে বিএনপির আয়োজিত সংবর্ধনা সভা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ৬ জুলাই প্রকাশিত সংবাদ নিয়ে একটি বিবৃতি প্রদান করেছেন জাতীয় নির্বাহী
কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সংবর্ধনা সভায় দেয়া তার বক্তব্য কয়েকটি পত্রিকায় ভুলভাবে অথবা অসাবধানতাবশত: অতিরঞ্জিত আকারে উপস্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আমার বক্তব্যে বলা হয়েছিল ‘বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিয়ে কটুক্তিকারী ও তাদের সম্পর্কে অশালিন বক্তব্য প্রদানকারীদের মুখের চিকিৎসা করা প্রয়োজন’ আর এ বক্তব্যের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এতে করে পাঠকরা বিভ্রান্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি পত্রিকায় ভুলভাবে প্রকাশিত বক্তব্যে পাঠকদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাই। প্রেস বিজ্ঞপ্তি