নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে ৮ হাজার ৬৮৫ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে বর্ডার গর্ডা বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে
তাদের ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নে মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হারুন (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহেদ (২৩)।
বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালিদ হাসান জানান, টেকনাফ থেকে আসা একটি প্রাইভেট কারে (চট্টমেট্টো- ক-০০-১১৬২) তল্লাশি চালিয়ে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন