সাংবাদিক শফি’র মটরসাইকেল উদ্ধার না হওয়ায় কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার চীফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি শফিউল্লাহ শফির মটর সাইকেল চুরির ৫ দিন অতিবাহিত হলেও এখনো মটর সাইকেল উদ্ধার কিংবা এ ব্যাপারে কোন ক্লু বের করতে না পারার
ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি।
পত্রিকায় প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলায় সম্প্রতি আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। চোরের উপদ্রপ আশংকাজনক হারে বেড়েছে। ঈদকে সামনে রেখে জেলাব্যাপী বেড়েছে ডাকাতির ঘটনাও। অপহরণ ও খুনাখুনির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। পরিস্থিতি এমন ভয়াবহ রুপ নিয়েছে যে, সাধারন মানুষ থেকে শুরু করে সাংবাদিক, চাকরিজীবী, সুশীল সমাজ কারোই নিরাপত্তা নেই। যেভাবে অপরাধীরা বেপরোয়া সেভাবে পুলিশী তৎপরতাও নেই। এর প্রমান একজন পেশাদার সাংবাদিকের মটর সাইকেল চুরি এবং ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পরও তা উদ্ধার না হওয়া। নেতৃবৃন্দ বলেন, মটর সাইকেল চুরি হওয়ায় নিউজ সংগ্রহ করতে বিভিন্ন স্পটে দ্রুত উপস্থিত হওয়াসহ পেশাগত দায়িত্ব পালনে চরম অসুবিদার সম্মুখিন হচ্ছেন সাংবাদিক শফিউল্লাাহ শফি। তাই দ্রুত মটর সাইকেল উদ্ধারের দাবী জানিয়ে নেতৃবৃন্দ চুরি ডাকাতিসহ সব ধরনের অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান জানান। খবর কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন