প্রেস বিজ্ঞপ্তি: ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর অপরাধ বিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান “তালাশ” এর প্রতিবেদক ও ভিডিও চিত্রগ্রাহক এর উপর সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা ও নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সামনে মঙ্গলবার বেলা ১২ টায় কক্সবাজারের কর্মরত
সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তরা সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে সাংসদ গোলাম মাওলা রনি’র গ্রেফতার দাবি করেন। সাংবাদিক নেতারা সরকারীদরের সাংসদ এর কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করেন। এবং দেশের সকল গনমধ্যম ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। বক্তরা এসময় সাগর রুনী হত্যার দ্রুত বিচার দাবি জানান।
সংবাদ কর্মী নজরুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে অতিথির মধ্যে বক্তব্য রাখেন, জেলার সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি কক্সবাজার প্রতিনিধি আবু তাহের চৌধুরী, কালের কন্ঠ’র স্টাফ রিপোর্টার তোফায়েল আহমেদ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক মঈনুল হাসান চৌধুরী পলাশ, দৈনিক রূপসী গ্রামের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাত, আরটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি এস এম জাফর, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, চ্যানেল টুয়িন্টি ফোর কক্সবাজার প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সাধারন সম্পাদক সৌরভ দেব, সাংগঠনিক সম্পাদক অন্তিক চক্রবর্তী।
উপস্থিত ছিলেন,জেলার বিশিষ্ট আইনজীবি ফরিদ উদ্দিন, কলামিষ্ট বিশ্বজিৎ সেন বাঞ্চু, কক্সবাজার টাইমস নিউজ এর সম্পাদক বিপ্লব কান্তি দে, সমুদ্র কন্ঠের নির্বাহী সম্পাদক মিজবাহ উদ্দিন কাজল, বৈশাখী টেলিভিশন কক্সবাজার প্রতিনিধি শফিউল্লাহ শফি, ইসলামিক টেলিভিশন কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ নয়ন, ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সাঈদ আলমগীর, একাত্তর টেলিভিশন কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, সময় টিভি কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, মাছরাঙা টেলিভিশন কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়–য়া, এস এ টিভি কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন, মাই টিভি কক্সবাজার প্রতিনিধি শাকিল, ইব্রাহিম খলিল মামুন,
দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার ছৈয়দুল কাদের, আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার সাংবাদিক সংসদ এর সভাপতি আজাদ মনসুর, সংবাদকর্মী রোতাব চৌধুরী, মনতোষ বেদাজ্ঞ, আরাফাতুল মজিদ, সমুদ্রবার্তার দুলাল বড়–য়া, তুষার তুহিন, উমর ফারুক হিরু, শাহেদ ইমরান মিজান, শাহ আলম, শাহনিয়াজ, সোহেল, মোহাম্মদ শফিক, জাহেদুল ইসলাম জাহেদ, হাফেজ আহমেদ জিশান, মফি, সরওয়ার, ফেরদৌস আহমেদ জিশান, হারুন অর রশীদ, শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার প্রজন্ম মঞ্চের সভাপতি ওসমান গনি, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, রাহাত উদ্দিন বাপ্পী, বাতেন, আনিচ মোহাম্মদ টিপু, ছাত্র ইউনিয়ন নেতা পাভেল দাশ, শাহীদ মোস্তফা শহীদ, রানা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, শিক্ষক,আইনজীবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন