বর্তমান ডেস্ক :
ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে বাংলাদেশি একটি মালবাহী জাহাজডুবির ঘটনায় ১১ জন নাবিক নিঁখোজ রয়েছেন।
এছাড়া ৬ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার সকালে সাগর উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পিটিআই ও নিউজ২৪.কম।
থাইল্যান্ডের দক্ষিণে ফুকেট দ্বীপ থেকে ৩২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। কার্গো জাহাজটি চট্টগ্রাম বন্দরের দিকে আসছিল বলে জানা গেছে।
থাইল্যান্ডের ফুকেট মেরিন সূত্র জানায়, থাই নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যেম ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে লাইফবোটে থাকা ১১ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারে নৌবাহিনীর হেলিকপ্টার আরো অভিযান শুরু করবে বলে তিনি জানান।
জাহাজটিতে ১৭ জন নাবিক ছিলেন বলে সূত্র জানায়। এর আগে জাহাজটিতে ২৮ জন নাবিক থাকার কথা বলা হয়েছিল।
থাই নৌবাহিনীর ক্যাপ্টেন থাম্মাগুট মারলাইসুকালিন বলেন, উত্তাল সাগরে জাহাজটি ডুবেছে। এখন ফুকেটের সমুদ্র সীমায় প্রায় ৫ মিটার উচু। নিখোঁজ নাবিকদের খোঁজে আমরা দুইবার অভিযান চালিয়েছি। আবারও অভিযান চালানো হবে বলে তিনি জানান।