ডেস্ক রিপোর্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদের গুলশানের বাসায়
এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সোমবার রাত সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ হয় ৮টার দিকে। কাজী জাফর আহমদের ৭৪তম জন্মদিন উপলক্ষে তারা সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে আলাদা কক্ষে গিয়ে এ বৈঠক করেন তারা। বৈঠক চলার কয়েক মিনিট পর যোগদেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, যমুনা গ্র“পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও কাজী জাফর আহমদ।
তবে বৈঠকে কি বিষয়ে কথা হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।