সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক: জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল জাতীয় অর্থনীতিতে কক্সবাজারের গুরুত্ব তুলে ধরে বলেছেন, কক্সবাজারের সম্পদকে কাজে না লাগানোর কারণে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গভীর সমুদ্র বন্দর ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়া হলে জাতীয় রাজস্বের সিংহ ভাগই কক্সবাজার থেকেই আসবে।
তিনি কক্সবাজারের উন্নয়নে বরাদ্দকে ‘খরচের খাত’ হিসাবে না দেখে ‘বিনিয়োগ খাত’ হিসাবে দেখার আহবান জানিয়ে বলেন, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর হবে চট্টগ্রাম বন্দরের চেয়ে সাড়ে ৭ গুণ বড়। তাই সেই অনুসারেই রাজস্ব আয় হবে এবং শিল্প, কল-কারখানা গড়ে ওঠবে।
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ার তার পরিকল্পনার কথা প্রকাশ করে এমপি কাজল বলেন, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কক্সবাজারকে বিশ্বমানের পর্যটননগরী হিসাবে গড়া হলে কেবল কক্সবাজার থেকে অর্জিত রাজস্ব দিয়েই বাংলাদেশ চলতে পারে।
গতকাল শুক্রবার বিকালে সাগরপাড়ের এক অভিজাত হোটেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কক্সবাজার সদরের এই সাংসদ তার বিগত সাড়ে ৪ বছরের কর্মকান্ডের সাফল্য-ব্যর্থতার বিচার জনগণের উপর অর্পন করে আগামী উন্নয়নের প্রশ্নে দল-মত-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার পৌরসভার নবদায়িত্বপ্রাপ্ত মেয়র সরওয়ার কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি বদিউল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের অধ্যক্ষ ওমর ফারুখ, রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, রামু উপজেলা বিএনপি’র সভাপতি আহমেদুল হক চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহাব উদ্দিন, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদাউস, পৌর বিএনপির সহ-সভাপতি এস্তাফিজুর রহমান, আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, সদর সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিম উল্লাহ্, পৌর কাউন্সিলর সিরাজুল হক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, পৌর কাউন্সিলর জিসান উদ্দিন, হেলাল উদ্দিন, মিজানুর রহমান, সালামত উল্লাহ্, সাইফুল ইসলাম, ওমর ছিদ্দিক লালু, মহিলা কাউন্সিলর মনজুমন নাহার, চম্পা উদ্দিন, হুমায়রা বেগম, কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ নুরুল ইসলাম ও মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি বাহাদুর, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক জিএএম আশেকউল্লাহ, পিএমখালী ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, জালালাবাদ চেয়ারম্যান মাষ্টার আমান উল্লাহ্ ফরাজী, ইসলামপুর চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল হক, খুরুস্কুল ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভুট্রো, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা, দক্ষিণ মিঠাছড়ী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম, ঈদগড় চেয়াম্যান ফিরোজ আহমদ ভুট্রো, রাজারকুল ইউপি চেয়ারম্যান আবদু রহিম, রসিদ নগর ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ্ হাবিব, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, যুগ্ম-সম্পাদক রাশেদ আবেদীন সবুজ, সানা উল্লাহ্ আবু, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, জেলা যুবদল নেতা ফরিদুল আলম, শহর যুবদল সভাপতি মসউদুর রহমান মাসুদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল সভাপতি মোজাফ্ফর আহমদ সুমন, রামু উপজেলা যুবদল আহবায়ক ফোরকান আহমদ, সদর যুবদল আহবায়ক জাহেদুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, ঈদগাঁও সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিসহ কক্সবাজারের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন