বিপুল নোট উদ্ধার, আটক-২
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত শহর টেকনাফে
কোরবানীর ঈদকে
সামনে রেখে
জাল টাকার
সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।
বাজারে দেখা
যাচ্ছে, ১
হাজার, ৫শ’
ও ১শ
টাকার জাল
নোট।
গত কয়েক
দিনের ব্যবধানে
টেকনাফ উপজেলায়
হোয়াইক্যং বিজিবি ও পুলিশ পৃথকভাবে
৫ লক্ষ
২২ হাজার
৫’শ
টাকার জালনোটসহ
২ জনকে
আটক করেছে। এতে
আতংকগ্রস্থ হয়ে পড়েছে সাধারণ মানুষ,
ব্যবসায়ী ও
ক্রেতারা।
ইতিমধ্যে প্রশাসন
জাল টাকা
চিহ্নিত করণে
ও ব্যাংক
কর্তৃপক্ষের মাধ্যমে কিছু সচেতনতামূলক কর্মসূচি
নেওয়া হলেও
তা তেমন
কার্যকর নাই
বললেই চলে।
কোরবান
ও দূর্গাপূজাকে
সামনে রেখে
বাজারে জাল
নোট প্রতিরোধে
আইন প্রয়োগকারী
সংস্থার আরো
দৃঢ় পদক্ষেপ
নেওয়ার আহবান
জানান এবং
জাল নোট
প্রচারকারীদের কঠিন শাস্তির আওতায় আনা
দরকার বলে
মত প্রকাশ
করেন সচেতন
মহল।
টেকনাফ মডেল থানার
অফিসার ইনচার্জ
(ওসি) মোঃ
ফরহাদ জানান,
গত রবিবার
হোয়াইক্যং পুলিশ দেড় হাজার টাকার
জাল নোটসহ
শাহপরীরদ্বীপ এলাকার মৃত করিম বকসুর
পুত্র মোঃ
রফিক প্রকাশ
লালাইয়া ও
একই এলাকার
মোঃ ইউসুফের
পুত্র মোঃ
আলমগীরকে আটক
করে।
তিনি আরো জানান,
কোরবান ও
দূর্গা পূজাকে
সামনে রেখে
জাল নোট
সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠলেও পুলিশও
থেমে নেই
জাল নোট
সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে।
এদিকে টেকনাফস্থ ৪২
ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর
শফিকুর রহমান
জানান, শনিবার
ভোরে টেকনাফের
হোয়াইক্যং চেকপোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে
কক্সবাজার থেকে টেকনাফ গামী যাত্রীবাহী
বাস (চট্টমেট্টো
জ-১১-১৪২৮) তল্লাশী
চালিয়ে ৫
লক্ষ ২১
হাজার টাকার
জাল নোট
উদ্ধার করেছে
বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)।
সোনালী ব্যাংক লিঃ
টেকনাফ শাখার
ব্যবস্থাপক আবদুল করিম জানান, প্রতিবছরের
ন্যায় এবছরও
কোরবানীর গরুর
হাটে জাল
নোট সনাক্ত
করনের জন্য
মেশিন সরবরাহ
করা হচ্ছে। তাতে
জাল নোট
সনাক্ত করে
জাল নোট
বাজারজাত করণ
রোধ করা
সম্ভব হবে। এ বিষয়ে ইসলামী
ব্যাংক লিঃ
টেকনাফ শাখার
ব্যবস্থাপক শাহজাহান মনির জানান, জাল
নোট সনাক্ত
করার জন্য
তাদের শাখায়
মেশিন রয়েছে। তবে
প্রতিটি নোট
ব্যাংক কর্মকর্তারা
হাতে গুণে
বিধায় অভিজ্ঞতার
ভিত্তিতে জাল
নোট সনাক্ত
করা যাচ্ছে। এতে
কোরবান ও
দূর্গাপূজার অতিরিক্ত লেনদেনের সময়ও গ্রাহকরা
কোন রকম
হয়রানীর শিকার
হবে না
তিনি আশা
প্রকাশ করেন।
এ ব্যাপারে টেকনাফ
উপজেলা নির্বাহী
কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানান,
সিদ্ধান্ত অনুযায়ী দূর্গা পূজা ও
কোরবানীর ঈদ
গরুর হাটে
ব্যাংকের সহযোগিতায়
জাল টাকা
সনাক্তকরন মেশিন বসানো হবে এবং
এর পাশাপাশি
আইন শৃঙ্খলা
বাহিনীর সদস্যদেরও
মাঠে রাখা
হবে।
বাজার থেকে
জাল টাকা
দূরিকরনে প্রয়োজনে
আরো কঠোর
ব্যবস্থা গ্রহণ
করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন