ফরিদুল মোস্তফা খান
সম্পাদক ও প্রকাশক
|
দেশি-বিদেশি সকল গণমাধ্যম পাঠকদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উষ্ণ অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান। এক বিবৃতিতে ঈদের মহিমায় সকলেই যেন মহিমান্বিত হতে পারি সেই প্রত্যাশা করে তিনি বলেন, পবিত্র ঈদুল-আযহা ত্যাগ ও কুরবানীর বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। মহান পিতা ও পুত্র আমাদের জন্য যে উদাহরণ রেখে গেছেন তার মর্মকথা হলো, আল্লাহর পথে চলতে গিয়ে প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে, এমনকি জীবন প্রদানেও আমাদের হতে হবে অকুণ্ঠচিত্ত। তাই কক্সবাজারবাণী সম্পাদক বলেন, আসুন, আমরা সকলেই মিলে ঈদুল আযহার ত্যাগের চেতনায় নিজেদের উৎসর্গ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন