মহেশখালীতে গাড়ী থামিয়ে গণডাকাতি

মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে চকরিয়া থেকে সরকারী মালামাল নিয়ে ভাড়ায় যাওয়া ৪টি গাড়ীসহ ওই এলাকার ১৫/২০টি গাড়ী থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১০/১৫জনের সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল গাড়ী চালক, কোম্পানী ও হেলফারকে ধারালো অস্ত্র দিয়ে বেধম প্রহার করে নগদ কয়েক লাখ টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। গত ১০অক্টোবর রাত ১০টা থেকে ১২টা মাতারবাড়ীর দারাখালী ভাংঙ্গা ব্রীজের উত্তর পাশ্বে ডাকাতির এঘটনা ঘটে।
ডাকাতির স্বীকার চকরিয়ার গাড়ী চালকরা অভিযোগ করেছেন, কক্সবাজার জেলা পিকআপ মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের চকরিয়াস্থ প্রধান কার্যালয়ের অধীন ৪টি পিকআপ (মিনিট্রাক) গাড়ী চালক পৌরসভার নামারচিরিংগা গ্রামারে আবদুল মালেকের ছেলে নুর খান (৩৩), ডুলাহাজারা রংমহল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে নুরুল আমিন (২৫), সাহারবিল এলাকার মোস্তাক আহমদ কোম্পানী (৪২), মাইজকাকারা গ্রামের মৃত আবদুস সালামের ছেলে আবদুল জলিল (৩২) গত ১০অক্টোবর সরকারী ভিজিডি, ভিজিএফ’র চাল নিয়ে গোরকঘাটা খাদ্য গুদাম থেকে ভাড়া নিয়ে চালভর্তি করে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদে যান। রাত গভীর হওয়ায় আসার পথে স্থানীয় মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান রুহুল কাদেরকে থানা ও ফাঁড়ি পুলিশের মাধ্যমে সড়ক পথে পুলিশি সহায়তা চাইলে তিনি কোন সড়কে কোন ধরণের সমস্যা হবেনা এবং মাঝ পথে চেকপোষ্ট রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন