ঢাকা: ডিএমপির অনুমতি না পাওয়ায় শুক্রবার সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিএনপি-জামায়াত যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য রাস্তার মোড়ে মোড়ে, ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেবে তারা। একই সঙ্গে মসজিদে যেন কেউ বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে সেদিকে কড়া নজর রাখবে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিষয়টি নিশ্চিত করেন। সমাবেশ সম্পর্কে জানতে চাইলে মায়া বাংলানিউজকে বলেন, আমরা সমাবেশ করার অনুমতি পাইনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য আমরা অনুমতি না পেলে সমাবেশ করবো না। অনুমতি পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে কিনা একথা জানতে চাইলে তিনি বলেন, ‘না’। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম এ বিষয়ে বাংলানিউজকে বলেন, আমরা অনুমতি পাইনি। তবে অনুমতি পেলে অবশ্যই সমাবেশ করতাম। তবে আমারা আগামীকাল সতর্ক অবস্থায় থাকার প্রস্তুতি নিয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন