কায়সার হামিদ মানিক: কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী রাস্তার মাথা এলাকায় সড়ক পারাপার
হতে গিয়ে দ্রুতগামী মোটর সাইকেল চাপা পড়ে এক মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গত
শুক্রবার রাত ১০টায় এ ঘটনাটি ঘটে। উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও মোটর
সাইকেল উদ্ধার বা সংশ্লিষ্টদের আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
পালংখালী
পূর্ব ফারির বিল বটতলী গ্রামের আব্দু সালামের স্ত্রী মাহফুজা বেগম (৩৫) রাস্তা
পারাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইয়াকুব আলী মিস্ত্রির মালিকানাধীন মোটর
সাইকেলটি কাটাখালী গ্রামের রমজান আলীর পুত্র
স্কুল ছাত্র আব্দুল্লাহ (১৯) বেপরোয়া
গতিতে চালিয়ে যাওয়ার সময় চাপা পড়ে ওই মহিলার মৃত্যু হয়। উখিয়া থানার এস.আই. আবু
জাফর জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না করায় মহিলার লাশ দাফন করার অনুমতি দেওয়া
হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন