সোমবার মহাজোট ছাড়ছেন এরশাদ

কক্সবাজারবাণী ডেস্ক: সোমবার মহাজোট ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এজন্য বেলা সাড়ে ১১টায় বনানীস্থ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে পার্টিসূত্র জানিয়েছে। রোববার বিকেলে এরশাদের মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বাংলানিউজকে মহাজোট ছাড়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আর কতোকাল দালাল হয়ে থাকবো আমরা? এ কারণেই সোমবার মহাজোট ছাড়বে জাতীয় পার্টি। নতুন জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের চেয়ারম্যান ঢাকায় ফিরলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দু’একদিনের মধ্যেই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। অন্যদিকে, স্বয়ং এরশাদ শনিবার যুব সংহতির সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন কার্যত মহাজোট নেই। তবুও দু’একদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে নতুন জোটও ঘোষণা দেবেন বলে জানিয়েছিলেন এরশাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন