কক্সবাজারে ফিশিং বোট চোর চক্র সক্রিয়

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলায় ফিশিং বোট চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে চক্রটির সদস্যরা বোট মালিকদের বিশ্বাস জন্মিয়ে প্রথমে চাকরি নেয় পরে সুযোগ বুঝে কৌশলে ফিশিং বোট নিয়ে সটকে পড়ে এতে অসহায় মালিক সর্বস্ব হারিয়ে মাথায় হাত দিচ্ছে। জানা গেছে, মিয়ানমার উত্তরবঙ্গের ৮০/৯০ জনের একটি দল নুনিয়ারছড়া, কস্তুরাঘাট, পেশকার পাড়া, মাঝিরঘাট, টেকপাড়া, পাহাড়তলী, রুমালিয়ারছড়া, এসএম পাড়া, বাংলাবাজার, খুরুস্কুল, চৌফলদন্ডী, মহেশখালী-কুতুবদিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা প্রথমে পরিবারসহ বস্তিতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে
এরপর ফিশিং বোট মালিকদের কাছে দারিদ্রতার কথা বলে চাকরীর জন্য আকুল আবেদন করে মালিকরা আবেগের তাড়নায় বোট পাহারা সাগরে মাছ আহরণের জন্য তাদের চাকরিতে নিয়োগ দেয় ১২/১৫ দিন মালিকের মনে নানা ভাবে বিশ্বাস স্থাপন করে তারা কিন্তু সুযোগ বুঝে নিজ খাবার থালির সাথে বেঈমানি করছে ওই চক্রের সদস্যরা ১৫/১৬ দিন আগে টেকপাড়ার মাওলানা আবদুর রহিমের পুত্র হাবিবুর রহিম তার মালিকানাধীন এফবি আল্লাহ মালিক-১০ ফিশিং বোটে হারুনসহ উত্তর বঙ্গের / জন ব্যক্তিকে পাহারা মাছ আহরণের কাছে রাখেন কিন্তু গত ৩১ অক্টোবর গভীর রাতে টেকপাড়া মাঝির ঘাটের সৌদিয়া বরফকলস্থ ঘাট থেকে তারা বোটটি নিয়ে উধাও হয়ে যায় পরদিন বোট মালিক হাবিব ঘাটে এসে বোট না দেখে হতবাক হয়ে পড়েন বর্তমানে তিনি পাগলের মতো বোটের সন্ধানে দিক-বিদিক খবরা-খবর নিচ্ছেন ব্যাপারে তিনি নভেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (নং-৬৮) করেন তিনি জানান, বিশ্বাস করে তাদের চাকরিতে নিয়োগ দিই কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ করে বোট নিয়ে পালিয়ে যায় এখন পথে বসার উপক্রম সৃষ্টি হয়েছে তিনি প্রশাসন, কোস্ট গার্ড ফিশিং বোট মালিক সমিতি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন এদিকে হঠাৎ করে ফিশিংবোট চোর চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় মালিকদের ভাবিয়ে তুলেছে তারা সকল কর্মচারিদের সন্দেহের চোখে দেখছে তবে ফিশিং বোটে কর্মচারি নিয়োগের আগে তাদের ¤পূর্ণ বায়োডাটা যাছাই-বাছাই করার জন্য মালিকদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান তিনি জানান, মিয়ানমার উত্তরবঙ্গের কতিপয় ব্যক্তি বোট চুরির উদ্দেশ্যে চাকরি নিচ্ছে তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন