ঈদগাঁহ প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে দীর্ঘ তিন যুগ পূর্বে কবরে ছিদ্র নিয়ে জনমনে আতংক দেখা দিয়েছে। এটি দেখার জন্য কৌতুহলী লোকজনের ভীড় জমেছে। জানা যায়, ১৬ই নভেম্বর দুপুর বার টার পূর্বে হতে ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার আউলিয়াবাদ কবরস্থানে দীর্ঘ তিন যুগ পূর্বেরও বেশী সময় ধরে মৃত্যু বরণ করা এক ব্যাক্তির মাটির কবরের ছিদ্র থেকে স্বয়ন সম্পুর্ণ ভাবে সাদা কাপড় বাঁধানো অবস্থায় একটি লাশ দেখা গেছে বলে জানান, স্থানীয় ইঞ্জিল মিস্ত্রী আব্দু শুক্কুর সহ একাধিক পথচারী। আরও জানা যায়, ইউনিয়ন পরিষদ কতৃক সরকারীভাবে কবর স্থান সংস্কারের সময় লোকজন একটি কবরে এই ছিদ্র দেখতে পায়। পরে ঐ কাজের লোকজন সেখান থেকে নেমে স্থানীয় লোকজন সহ পথচারীদের কে বললে, খবরটি সর্বমহলে ছড়িয়ে পড়ে। সে থেকে কৌতুহলী লোকজন দলে দলে কবরস্থানের ঐ কবর দেখতে আসে। বর্তমানে ঐ ছিদ্র হওয়া কবরটি টিন দিয়ে ডেকে রাখা হয়েছে।
এব্যাপারে স্থানীয় মেম্বার বশির আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন