মানবজমিন : আগামী সোমবারের মধ্যে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার বিকালে তার নিজ জেলা চাঁদপুরে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শাহনেওয়াজ। তিনি বলেন, নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চূড়ান্ত। তফসিলও প্রায় চূড়ান্ত। আগামী বোরবার অথবা সোমবার কমিশনের সভায় তফসিল চূড়ান্ত হতে পারে এবং তফসিল চূড়ান্তের দিনই তা ঘোষণা করা হতে পারে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চতার মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে যাচ্ছে। বিরোধী দল বলছে নির্দলীয় সরকারের দাবি না মেনে তফসিল ঘোষণা হলে তা প্রতিহত করা হবে। শুক্রবার ১৮ দলের সমাবেশ থেকে হুশিয়ারি দেয়া হয়েছে তাদের দাবি না মেনে তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়া হবে।
নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চতার মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে যাচ্ছে। বিরোধী দল বলছে নির্দলীয় সরকারের দাবি না মেনে তফসিল ঘোষণা হলে তা প্রতিহত করা হবে। শুক্রবার ১৮ দলের সমাবেশ থেকে হুশিয়ারি দেয়া হয়েছে তাদের দাবি না মেনে তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন