টেকনাফ প্রতিনিধি : টেকনাফে নানা বাড়ি বেড়াতে গিয়েই ১ শিশু নিখোঁজ থাকার একদিন পর পুকুরে ডুবে লাশ হয়ে ফিরল বাড়িতে। ২২ জানুয়ারী সকাল ৮টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা পুরান বাজার এলাকার বায়তুল জাব্বার জামে মসজিদের পুকুরে জেলেরা মাছ ধরতে জাল টানার সময় ৭ বছরের ১ শিশুর লাশ উদ্ধার করেছে। পুকুরে ডুবে নিহত তামির ফারুক (৭) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার শহীদুল্লাহর পুত্র। নিহত শিশুর মা পুত্রের লাশ সনাক্ত করেন। গত কয়েকদিন আগে সে মায়ের সঙ্গে উক্ত পুকুরের পাড়ে নানার বাড়িতে বেড়াতে আসে। গত ২১ জানুয়ারী সকাল হতে উক্ত শিশু নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজার পর না পেয়ে মাইকিং করে প্রচারনা চালানো হয়। অবশেষে ২২ জানুয়ারী উক্ত শিশু লাশ হয়ে বাপের বাড়িতে ফিরে গেল। এই শিশুর অপমৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন