ফের বৈঠকে আওয়ামী লীগ-বিএনপি

ডেস্ক রিপোর্ট: চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘ দূতের তত্ত্বাবধানে আজ আবারো বৈঠকে বসেছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা। গুলশানের একটি বাড়িতে বুধবার বেলা ১২টার পর বৈঠকটি শুরু হয়। সূত্র জানায়, বৈঠকটিতে তারানকো নেতৃত্বাধীন জাতিসংঘ প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও গওহর রিজভী। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও শমসের মবিন চৌধুরী বৈঠকে উপস্থিত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকটি সমঝোতা প্রশ্নে নতুন মাত্রা যোগ করতে পারে। জাতিসংঘ দূত সন্ধ্যায় নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। এর আগে তার সাংবাদিক সম্মেলন করারও কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি বাসায় তারানকো বৈঠক করেছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে। পরে তিনি জানিয়েছেন, দুই দলই সমঝোতা প্রশ্নে ছাড় দিতে প্রস্তুত।নতুন বার্তা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন