হুবহু মানুষের মতো !


পাকিস্থানের একটি জঙ্গলে এক রকম কান্ড পাওয়া গেছে। যা দেখতে হুবহু মানুষের মতো।পাশাপাশি দুটি কাণ্ডের একটি পুরুষের মতো এবং অন্যটি মহিলার মতো মনে হয়েছে। মানুষ্যকৃতি এ কান্ডের মাথার উপরিভাগের সাথে গাছের সংযোগ রয়েছে। এ নিয়ে পাকিস্থানের ঔ গ্রামে অনেক দর্শনাথী ভিড় করে। স্থানীয়রা এটাকে মহান আল্লাহর এক কীর্তি হিসেবে মনে করছেন। সূত্রঃ অনলাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন